ব্রাজিলের আবেদন নাকচ ফিফার


প্রকাশিত: ০৬:২৯ এএম, ০৮ জুলাই ২০১৪

থিয়াগো সিলভার হলুদ কার্ডের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্রাজিল ফুটবল কনফেডারশনের (সিবিএফ) আবেদন ফিরিয়ে দিয়েছে ফিফা। তাই জার্মানির বিপক্ষে আজ সেমি-ফাইনাল ম্যাচে খেলার সুযোগ হচ্ছে না ব্রাজিল অধিনায়কের। `কোনো আইনি ভিত্তি` না থাকায় সিবিএফের আবেদন ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানায় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

গত শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে প্রতিপক্ষের গোলরক্ষক দাভিদ ওসপিনাকে ফাউল করায় রেফারি সিলভাকে হলুদ কার্ড দেখান। টুর্নামেন্টে এটা তার দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়েন বিশ্বের অন্যতম সেরা এই ডিফেন্ডার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।