দ্বিতীয় ম্যাচেও বায়ার্নের জয়


প্রকাশিত: ০৫:১১ এএম, ২৩ আগস্ট ২০১৫

লিগের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। লেভানডফস্কির শেষ মুহূর্তের গোলে হফেনহেইমের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় এক জয় পেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

প্রথম ম্যাচের বড় জয়ের স্মৃতি নিয়ে খেলতে নেমে খেলা শুরুর প্রথম মিনিটেই ডিফেন্ডারদের ভুলে গোল হজম করে বায়ার্ন। হফেনহেইমের হয়ে গোলটি করেন জার্মান স্ট্রাইকার কেভিন ভোল্যান্ড। প্রথমার্ধের ৪১ মিনিটে থমাস মুলারের গোলে সমতায় ফেরে ২৫ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। একের পর এক আক্রমণেও যখন গোলের দেখা পাচ্ছিল না ঠিক তখন ম্যাচের ৭৩ মিনিটে জার্মান ডিফেন্ডার জেরম বোয়েটেং লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় বায়ার্ন। কিন্তু, নব্বই মিনিটের মাথায় মারিও গোতজের পাস থেকে লেভানডফস্কির গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মুলার-ভিদালরা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।