শেখ হাসিনাকে ফিলিস্তিন ও নেপালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১২ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮
ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নিরঙ্কুশ বিজয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট।

সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে নেপালের প্রধানমন্ত্রীও শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বলে জানান তিনি।

এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে এ শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নৌকার রেপ্লিকা তুলে দেন চীনা রাষ্ট্রদূত।

এইউএ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।