চার দেয়ালের মাঝে থার্টি ফার্স্ট উদযাপনে পুলিশকে জানাতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮

চার দেয়ালের মাঝে থার্টি ফার্স্ট নাইট পালনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, চার দেয়ালের মাঝে অনুষ্ঠান করলে বাধা না থাকলেও নিরাপত্তার স্বার্থে সে সম্পর্কে পুলিশকে অবহিত করতে হবে।

সোমবার (৩১ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, গুলশানে পাঁচ তারকা হোটেলগুলোতে ইনডোরে অনুষ্ঠান আয়োজন করা যাবে। তবে বাইরে কোনো প্রোগ্রাম যেমন ডিজে পার্টি, ছাদ বা উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না। হাতিরঝিলসহ মহানগরীর উন্মুক্ত স্থানে কোথাও কোনো আয়োজন থাকবে না।

কমিশনার আরও বলেন, থার্টি ফার্স্টকে ঘিরে সুনির্দিষ্ট নিরাপত্তার হুমকি নেই। তবে জাতীয় নির্বাচনের পরপরই এ ধরনের একটি উদযাপন থাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। ঢাকা মহানগরীতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শাহবাগ ও নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুমোদন স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করবে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থানরত বহিরাগতদের ক্যাম্পাস ত্যাগ করতে বলা হয়েছে। ক্যাম্পাস এলাকায় পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করবে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

নিরাপত্তার জন্য রাতে পুলিশের টহল পার্টি থাকবে, চেকপোস্ট থাকবে, অতিরিক্ত ডিউটি থাকবে, সাদা পোশাকের টিম থাকবে। এ ছাড়াও সোয়াত, ডগ স্কোয়াডসহ সকল টিম দায়িত্বে থাকবে। ঊধ্র্বতন পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা বিষয়টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। এখানে কোনো স্বার্থান্বেষী মহল যাতে কোনো সুযোগ নিতে না পারে, নাশকতা করতে না পারে, কোনো জঙ্গি বা উগ্রবাদী গোষ্ঠী যাতে কোনো ধরনের সুযোগ নিতে না পারে সে ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমরা সতর্ক রয়েছি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের স্বতঃস্ফুর্ত সমর্থনের মধ্য দিয়ে থার্টি ফার্স্ট নাইট সুন্দরভাবে পার করতে পারবো।

এআর/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।