অনলাইন বিনিয়োগে ভারত দ্বিতীয়


প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২২ আগস্ট ২০১৫

অনলাইনে বিনিয়োগে পৃথিবীতে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশি দেশ ভারত। তালিকার প্রথম স্থানটি যথারীতি দখলে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইন্টারন্যাশনাল কনজুমার বিজনেস নামে একটি সংস্থার গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।

সংস্থাটির প্রধান দিয়েগো পিয়াসেন্টিনি জানিয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে অনলাইন শপিং পোর্টাল অ্যামাজন-এর শাখা। সেই সব দেশের মধ্যে সব থেকে দ্রুত গ্রাহক সংখ্যা বাড়া এবং আর্থিক নিয়োগের নিরীখে দু`নম্বরে রয়েছে ভারতে নাম।

দিয়েগো বলেন, ভবিষ্যতে অ্যামাজনের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারত। গত বছরের তুলনায় ভারতে অ্যামাজনের ব্যবসা বেড়েছে ৫০০ শতাংশ। মাত্র বছর দুয়েক আগে ভারতে কাজ শুরু করে অ্যামাজন।

তবে এলাম, দেখলাম, জয় করলাম- এই মন্ত্রেই অন্যান্য বেশ কয়েকটি অনলাইন শপিং পোর্টালের থেকে এগিয়ে গেছে অ্যামাজন ইন্ডিয়া। ভারতে ফ্লিপকার্টের পরেই রয়েছে অ্যামাজন।

ভারতে প্রায় দুই কোটি মার্কিন ডলার বিনিয়োগের কথাও ঘোষণা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।