শেখ হাসিনাকে মোদির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৫ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার সকালে শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

একাদশে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয় নিশ্চিত হওয়ার পর প্রথম কোনো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মোদি।

এ ছাড়া ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকেও আলাদাভাবে অভিনন্দন জানানো হয়েছে আওয়ামী লীগকে। আজ সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলে অভিনন্দন জানান বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

টেলিফোনে আগামী দিনগুলোতে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে এক সঙ্গে কাজ করার কথাও জানান রাম মাধব।

গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের বেসরকারি ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ভোর চারটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে দল ভিত্তিক এই ফলাফল ঘোষণা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

এতে মহাজোট ২৮৮ (আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কার্স পার্টি ৩, জাসদ ২, বিকল্পধারা ২, তরিকত ফেডারেশন ১, জাতীয় পার্টি (জেপি) ১) আসন পেয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭ (বিএনপি ৫, গণ ফোরাম ২) আসন। এ ছাড়া তিনটি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এ নির্বাচন নিয়ে বিরোধী পক্ষের নানা অভিযোগ থাকলেও এ নির্বাচন নিয়ে ‘সন্তোষ’ প্রকাশ করেছে ভারত, নেপাল, সার্ক ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাচনী পর্যবেক্ষকেরা। তাদের মতে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট শেষ হয়েছে।

নির্বাচনের পূর্ণাঙ্গ ফল দেখতে এখানে ক্লিক করুন

এইউএ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।