হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু


প্রকাশিত: ০৮:১১ পিএম, ২২ আগস্ট ২০১৫

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল খালেক (৪০) ও জাহিদুল ইসলাম (১৩) নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা। শনিবার সন্ধায় ৭ টায় উপজেলার মধ্যগড্ডিমারী গ্রামে এই ঘটনা ঘটে।

জাহিদুল ইসলাম মধ্যগড্ডিমারী গ্রামের মৃত ছকির উদ্দিনের পুত্র ও জাহিদুল ইসলাম একই গ্রামের খলিল মিয়ার পুত্র। জাহিদুল গড্ডিমারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির কারণে টিনের চালে গাছের ডাল হেলে পড়ে সেই ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন খালেক ও জাহিদুল। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক স্বপ্না রানী জাগো নিউজকে জানান, খালেক ও জাহিদুলকে মেডিকেলে নিয়ে আসার আগে মারা গেছেন।

গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বুলু জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিউল হাসান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।