পঞ্চম দফায় ফিরছে আরো ১২৫ বাংলাদেশি
মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া আরো ১২৫ বাংলাদেশিকে আগামী ২৫ আগস্ট ফেরত আনা হতে পারে বলে জানিয়েছে বিজিবি। শনিবার বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম আনিসুর রহমান এ নিশ্চিত করেছেন।
কর্নেল এম এম আনিসুর রহমান জানান, মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ১২৫ জনকে ফেরত আনার প্রক্রিয়া চলছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী মিয়ানমারের ঢেঁকিবুনিয়ায় একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। মিয়ানমারের সম্মতি পাওয়া গেলে ২৫ আগস্ট ১২৫ বাংলাদেশিকে ফেরত আনা হবে।
তিনি আরো জানান, এর আগে ৮ ও ১৯ জুন, ২২ জুলাই ও ১০ আগস্ট চার দফায় শনাক্ত হওয়া ৫০১ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। গত ২১ মে ২০৮ জন ও ২৯ মে ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার করেছিল দেশটির নৌ-বাহিনী।
এরপর এদের বাংলাদেশি হিসেবে দাবি করায় একটি তালিকা নিয়ে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ শুরু করে। ওই তালিকায় শনাক্ত হওয়া বাংলাদেশিদের পর্যাক্রমে ফেরত আনা হচ্ছে বলেও জানান তিনি।
সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি