মহাসড়কে দুর্ঘটনা কমেছে : সেতুমন্ত্রী


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২২ আগস্ট ২০১৫

মহাসড়কে দুর্ঘটনা কমাতে সিএনজি আটোরিকশা চলাচল বন্ধ করা হয়েছে। এতে সড়ক দুর্ঘটনা অনেক কমে গেছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সিএনজির কারণে সড়কগুলি থেকে লোকাল গাড়ি সরে যায় তবে তারা এখন আবার আসবে।

শনিবার সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখলা বাস টার্মিনালের জায়গা ও সড়ক পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, নরসিংদী-সিলেট রোডকে চার লেনে উন্নীত করা হবে। রোডের পাশাপাশি ছোট যানবাহনের জন্য স্লো-মোবার করে দেয়া হবে। দেশের আড়াই লাখ সড়কের মধ্যে আমরা পৌনে তিন হাজার কিলোমিটার রাস্তায় সিএনজি চলাচল বন্ধ করেছি। এতে দুর্ঘটনা অনেক কমে গেছে।

চার লেনের কাজ কবে নাগাদ ধরা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চার লেনের প্রক্রিয়া চলছে। যে কোন সময়ে আমরা প্রক্রিয়াগতভাবে টেন্ডার প্রসেসে যাব। চার লেনের সিদ্ধান্ত হয়ে গেছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কাজেই এটি চারলেন হবেই।

এ সময় উপস্থিত ছিলেন শিবপুর-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ও দলীয় নেতাকর্মীরা।

সঞ্জিত সাহা/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।