নৈতিক অবক্ষয়ের কারণে দেশে অপকর্ম বাড়ছে


প্রকাশিত: ০২:৪২ পিএম, ২২ আগস্ট ২০১৫

মানুষের নৈতিক অবক্ষয় ও মূল্যবোধ কমে যাওয়ার কারণেই দেশে আজ নানা ধরণের অপকর্ম হচ্ছে বলে মন্তব্য করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।

শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

গোলাম কুদ্দুস বলেছেন, দেশে আজ ম্যাজিস্ট্রেট-সংস্কৃতি কর্মীর বাসায় শিশু নির্যাতিত হয়, সাংবাদিকের হাতে নারী নির্যাতিত হয়। এসকল অপকর্ম ঘটছে মূলত মানুষের নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের অভাবের কারণেই।

তিনি আরো বলেন, দেশ থেকে জঙ্গিবাদকে রুখবার জন্যে যেমনিভাবে রাষ্ট্রের আইনের কঠোর প্রয়োগ দরকার, তেমনি এই মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে আমাদের একটি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানুষের চেতনাকে জাগ্রত করতে হবে। সেজন্য শিক্ষা ও সংস্কৃতির কোনো বিকল্প নেই। সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানুষের চেতনাকে উন্নত করা সম্ভব। এজন্য তৃণমূল পর্যায়ে কাজ করার সাথে সাথে সরকারকেও উদ্যোগ গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাট্যব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ-সভাপতি ঝুমা চৌধুরী, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা প্রমুখ।

প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে বহ্নিশিখা। একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী শাহাদাৎ হোসেন নিপু। দলীয় আবৃত্তি পরিবেশন করে মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র, শ্রুতিঘর, সংবৃতা।

এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেশের ৫০টি জেলার স্থানীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।

এমএইচ/একে/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।