হজযাত্রীদের জন্য ডিএমপির বাস সার্ভিস
হজযাত্রীদের সুবিধার্থে বাস সার্ভিস চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ। এর ফলে হজযাত্রীরা এখন ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে বিমানবন্দরে পৌঁছবেন। শনিবার বাস সার্ভিসের বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আবু ইউসুফ।
তিনি জানান, উত্তরার আব্দুল্লাহপুরে ড্রাইভার ও গাড়ির মালিকদের নিয়ে আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানে এ সার্ভিসের উদ্বোধন করা হয়। সার্ভিসটির উদ্বোধন করেন ডিসি ট্রাফিক (উত্তর) প্রবীর কুমার রায়।
সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আবু ইউসুফ আরো জানান, হাজী সাহেবগণ যাতে নির্বিঘ্নে বিমানবন্দরে যেতে পারেন, সে জন্য এ ব্যবস্থা করা হয়েছে। এতে ট্রাফিক ও হাজী সাহেবগণ উভয়ই উপকৃত হবেন। এর ফলে হাজী সাহেবগণ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হবেন না এবং তাদের পার করতে গিয়ে যে যানজটের সৃষ্টি হয় সেটাও হবে না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডিসি ট্রাফিক (উত্তর) হুমায়রা পারভীন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মেরিন সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তরা) জিন্নাত আলী মোল্লা।
জেইউ/এএইচ/আরআইপি