প্রধানমন্ত্রী বিচারকের ভূমিকায় অবতীর্ণ : ছাত্রদল


প্রকাশিত: ০১:৪২ পিএম, ২২ আগস্ট ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এখন আইন-আদালত আর বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই প্রধানমন্ত্রী কী করে ২১ আগস্টের ঘটনায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে জড়িত মন্তব্য করলেন? দেশের সর্বোচ্চ পর্যায়ে থেকে যখন কোনো ব্যক্তি নির্দিষ্ট করে কাউকে আক্রমণ করে বক্তব্য দেন তখন বুঝতে হবে এটি হচ্ছে আইনি ঝামেলায় জড়ানোর মহড়া মাত্র।

বিবৃতিতে ছাত্রদলের এ দুই নেতা আরো বলেন, বেগম জিয়া আগেই বলেছেন শেখ হাসিনা বিএনপিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। গত শুক্রবার ২১ আগস্ট নিয়ে শেখ হাসিনার বক্তব্যের ফলে খালেদা জিয়ার সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। কারণ, দেশে আজ আইনের শাসন এক ব্যক্তির অঙ্গুলি নির্দেশে পালিত হচ্ছে।

উল্লেখ্য শুক্রবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে যেমন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত। তেমনি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বেগম খালেদা জিয়া জড়িত তাতে কোনো সন্দেহ নেই।

এমএম/এএইচ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।