সারাদেশে আরও ১১১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮

রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামানো হয়েছে আরও ১১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। এর আগে গত ১৮ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

শনিবার (২৯ ডিসেম্বর) আরও ১১১ প্লাটুন বিজিবি মোতায়েনের কথা জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গত ১৮ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরও ১১১ প্লাটুন নামানো হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বর্তমানে মোতায়েন রয়েছে মোট ১ হাজার ১২৭ প্লাটুন বিজিবি।’

জেইউ/এনডিএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।