তারা দেশকে পাকিস্তানের আদলে তৈরি করতে চেয়েছিল : আমু
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে খুনীরা চেয়েছিল দেশকে পুনরায় পাকিস্তানের আদলে তৈরি করতে। এ দেশে গোলাম আজমের নাগরিকত্ব না থাকার পরেও তাকে নাগরিকত্ব দিয়ে দেশে ফিরে আসার সুযোগ করে দেয়া হয়েছে।
শনিবার বিকেলে ঝালকাঠি শহরের চৌমাথায় এক জনসভায় তিনি তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর তারা চেয়েছিল দেশ থেকে বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে। কিন্তু ভাগ্যের জোরে তার সুযোগ্য দু’কন্যা দেশে না থাকায় প্রাণে বেঁচে যান। এরপর তারাই দেশে ফিরে এসে আওয়ামীলী গের হাল ধরে ১৯৯৬ সালে ক্ষমতায় আসেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক মোবারক হোসেন মল্লিক, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আফজাল হোসেন, উপদপ্তর সম্পাদক তরুন কর্মকার, সদর উপজেলা সভাপতি আব্দুর রশিদ হাওলাদার, পৌর সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত হোসেন খান উপস্থিত ছিলেন।
এমএএস/এমআরআই