ম্যানইউতেই থাকছেন ডি গিয়া


প্রকাশিত: ১২:২০ পিএম, ২২ আগস্ট ২০১৫

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছেন ডেভিড ডি গিয়া। ম্যানইউ ম্যানেজার লুইস ফন গাল বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১ সেপ্টেম্বর এই মৌসুমের জন্য গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে।

তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে নিউক্যাসেলের বিপক্ষে মূল একাদশে থাকছেন না ডি গিয়া। কারণ ফন গাল মনে করেন, স্প্যানিশ এই গোলরক্ষক এখনো ম্যাচে পুরোপুরি মনোনিবেশ করতে পারছে না। এদিকে স্প্যানিশ গণমাধ্যম সূত্রে জানা গেছে ডি গিয়াকে দলে নিতে রিয়াল শেষবারের মত চেষ্টা চালাবে।

এদিকে বার্সেলোনা উইঙ্গার পেড্রো রড্রিগুয়েজকে দলে নিতে ইউনাইটেড ব্যর্থ হওয়ায় দলবদলের বাজারে আরেকবার ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিকে নিয়ে দারুণ সমালোচনা হয়েছে। শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে পেড্রো চেলসিতে যোগ দেয়ায় ইউনাইটেডও বেশ হতাশ হয়েছে। সে কারণেই ডি গিয়াকে রিয়ালের কাছে ছাড়তে রাজী হয়নি ম্যানচেস্টার, এমন অভিযোগের প্রতি অবশ্য ফন গাল কোন মন্তব্য করেননি। তবে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন আপাতত ডি গিয়াকে আমরা ছাড়ছি না।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।