কেপিআই এলাকার নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮
ফাইল ছবি

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের রাষ্ট্রীয় গুরত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) নিরাপত্তা জোরদার করার নির্দেশনা জারি করেছে প্রধানমন্ত্রীর কার্য়ালয়।

২৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্য়ালয়ের পরিচালক-২ ওয়াহিদা মুসাররত অনীতা স্বাক্ষরিত নির্দেশনা সংক্রান্ত চিঠিটি বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

জানা গেছে, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে অপ্রীতিকর ঘটনাকে সামনে রেখে কোনো প্রার্থী কিংবা সমর্থকরা যেনো কেপিআই এলাকায় হামলা করতে না পারে সে জন্য নিরাপত্তা জোরদারে এ নির্দেশনা দেয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. শাহ আলম ও স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো আবুল কালাম আজাদ ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্য়ালয়ের চিঠির বরাত দিয়ে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের কেপিআই এলাকায় নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

নির্দেশনা

এমইউ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।