পুরানা পল্টনে জামান টাওয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮

রাজধানীর পুরানা পল্টনের প্রীতম-জামান টাওয়ারে আগুন লেগেছে। শুক্রবার বেলা ২টা ৪২ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার কন্ট্রোল রুমের ফায়ারম্যান জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি জানান, ১৬তলা ভবনের নবম তলায় এনসিআর ক্রেডিট রেটিং লিমিটেড অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনে জাতীয় ঐক্যফ্রন্ট ও অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলার অফিস রয়েছে।

Fire

আগুন লাগার পর আতঙ্কে অনেকে ভবনের ছাদে ও ওপরের ফ্লোরগুলোতে অবস্থান নিয়েছেন। আগুন দেখা না গেলেও ধুয়া আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

এআর/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।