বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ চালুর দাবি


প্রকাশিত: ১১:১৮ এএম, ২২ আগস্ট ২০১৫

বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট ও সার্কিট বেঞ্চ চালুর দাবি জানিয়েছে খুলনাবাসী।

শনিবার সকাল ১১টায় শহরের পিকচার প্যালেস মোড়ে `বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন ও জন উদ্যোগ` খুলনার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হাইকোর্টেও এমন অনেক বিচারের বিষয় আছে যেমন ছোট খাটো রিভিশন, জামিন বিভাগীয় পর্যায় সার্কিট বেঞ্চের এখতিয়ারভুক্ত করে প্রতিকার দেয়া সম্ভব। এতে করে ঢাকায় মামলার চাপ যেমন কমবে, সাধারণ মানুষও সহজে বিচার পাবে।

বক্তারা বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রয়োজনে সংবিধান সংশোধন করে বিভাগীয় শহরগুলোতে পুনরায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ চালুর বিষয়টি বিবেচনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন ও জনউদ্যোগ খুলনার আহ্বায়ক অ্যাড. কুদরত-ই-খুদার সভাপতিত্বে ও জনউদ্যোগ খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্র নাথ সেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জাসদের মহানগর সভাপতি রফিকুল হক খোকন, সাধারণ সম্পাদক খালিদ হোসেন প্রমুখ।

আলমগীর হান্নান/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।