গান দিয়ে শুরু মনের রাজা


প্রকাশিত: ১১:০৬ এএম, ২২ আগস্ট ২০১৫

গেল রোজা ঈদের পর থেকে বেশ কিছু আলোচিত ছবি ব্যবসা করেছে। এই সুবাদে ঢাকাই ছবির বাজারে বইছে সুবাতাস। এমনই শুভক্ষণে একটি গানের মধ্য দিয়ে করে যাত্রা শুরু করলো আরো একটি নতুন ছবি।

রাকিবুল আলম রাকিবের পরিচালনায় এই ছবির নাম ‘মনের রাজা’। এতে মন চরিত্রে পিয়া বিপাশা ও রাজা চরিত্রে জায়েদ খানকে দেখা যাবে।

গেল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের অবস্থিত শ্রুতি স্টুডিওতে কণ্ঠশিল্পী কোনাল-প্রতিক হাসান এক সঙ্গে প্লে-ব্যাক করছেন মনের রাজা ছবির জন্য। গানটির কথা ও সুর করেছেন প্লাবন।

গান শেষে ষ্টুডিওতে কেক কেটে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক জায়েদ খান, উজ্জল, পরিচালক রাকিবুল আলম রাকিবসহ আরো অনেকে। ‘স্বপ্নডানা’ চলচ্চিত্রের ব্যানারে ‘মনের রাজা’ ছবিটি প্রযোজনা করছেন রওশন আলম সূর্য।

মহরতের সময় পরিচালক জানান, প্রথম দফায় টানা পাঁচ দিন রাজধানীর এফডিসি,  হাতিরঝিল ও উত্তরার বিভিন্ন লোকেশন চিত্রধারণের কাজ চলবে। দ্বিতীয় দফায় পিরোজপুরের বিভিন্ন লোকেশন শুটিং করা হবে।

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মাণাধীন ছবির গল্পে দেখা যাবে, জমিদার পরিবারের অহংকারি মেয়ে মন বেড়ে উঠেছে লন্ডনে। কিন্তু বাবা-মায়ের টানে একদিন গ্রামে আসে। অন্যদিকে একই গ্রামের প্রতিবাদী ছেলে রাজা। সে মনের এই অহংকার সহ্য করতে পারে না। এটা নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই এগিয়ে যাবে ছবিটির গল্প।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।