ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা


প্রকাশিত: ১০:৫২ এএম, ২২ আগস্ট ২০১৫

দাবানলে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অন্তত ১০টি অঙ্গরাজ্যে দাবানল ছড়িয়ে পড়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা এ জরুরি অবস্থা ঘোষণা করেন।

এদিকে, দেশটির পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ক্রুদের সাহায্য করতে দমকল কর্মী পাঠিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

ওবামা উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যে ত্রাণ তৎপরতায় সহায়তার জন্য কেন্দ্রীয় তহবিল ছাড় করেছেন। এ অঙ্গরাজ্যে বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং তিনজন দমকল কর্মী নিহত হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১০টি অঙ্গরাজ্যের ১৩ লাখ একর জমিতে বর্তমানে দাবানল ছড়িয়ে পড়েছে।

এদিকে ওয়াশিংটন ও পশ্চিমাঞ্চলের অন্যান্য অঙ্গরাজ্য থেকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। দমকল কর্মীরা পশ্চিমাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

ওয়াশিংটনের উত্তর-মধ্যাঞ্চলে একসঙ্গে পাঁচটি দাবানল ছড়িয়ে পড়েছে। ৫ হাজারের বেশি বাড়িঘর হুমকির মুখে রয়েছে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দমকল কর্মীরা রোববার ইডাহো অঙ্গরাজ্যে পৌঁছানোর কথা রয়েছে। দেশটির যে কয়েকটি অঙ্গরাজ্যে সবচেয়ে ভয়াবহ আকারে দাবানল ছড়িয়ে পড়েছে তার মধ্যে ইডাহো অন্যতম। এছাড়া ওয়াশিংটন, ওরেগন ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে।

এসঅাইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।