লক্ষ্মীপুর সরকারি কলেজে ছাত্রলীগের দু্ই গ্রুপের সংঘর্ষ


প্রকাশিত: ১০:৫০ এএম, ২২ আগস্ট ২০১৫

লক্ষ্মীপুর সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু্ই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ নিয়ে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজের দ্বিতীয় বর্ষ শাখা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেনের সঙ্গে পৌর কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম নিশাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে নিশাদের নেতাকর্মীরা লাঠি-সোঠা নিয়ে ক্যাম্পাসে পাশে অবস্থিত কলেজ ছাত্রলীগের সভাপতি আমজাদ হোসেন আজিমের বাসার সামনে মহড়া দেয়।

এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে। এ সময় পুলিশ, সাংবাদিকসহ দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হন।

সংঘর্ষে ছাত্রলীগ নেতা আশিক রাব্বানী, হ্নদয় সাহা, মোরশেদ আলম নিশাদ, সাজ্জাদুর রহমান, শামীম খান টুটুল, মো. সৌরভসহ আটজন আহত হয়। এ সময় পুলিশের ডিএসবি সদস্য জালাল উদ্দিন ও ছবি তোলায় স্থানীয় সংবাদকর্মী আলতাফ হোসেনকেও মারধর করা হয়। পরে আহতরা সদর হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ।

কাজল কায়েস/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।