পেট্রলবোমা উদ্ধারকে ‘নাটক’ বললেন বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:১২ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে গাড়ি থেকে অস্ত্র ও পেট্রলবোমা উদ্ধারের ঘটনাকে পুলিশের নাটক বলে দাবি করেছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপি প্রার্থী ইসহাক কাদের চৌধুরী।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফৌজদারহাট এলাকায় ইসহাক কাদের চৌধুরীর নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ‘আজ আমার ব্যক্তিগত গাড়িটি রাস্তায় বের হলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ড্রাইভারের কাছ থেকে গাড়ির চাবি জোর করে কেড়ে নিয়ে গাড়ির ভেতরে অস্ত্র ও কিছু পেপসির বোতল রেখে পুলিশকে খবর দিয়ে আরেকটি নাটক সাজায়। আমার ব্যক্তিগত ড্রাইভার থেকে টাকা ও মোবাইল কেড়ে নিয়ে মারধর করেছে। পরে প্রচার করে আমার গাড়িতে অস্ত্র ও পেট্রলবোমা পাওয়া গেছে। মানুষ তাদের এসব সাজানো নাটক বুঝে।’

ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘গতকাল ২৫ ডিসেম্বর মাদামবিবির হাটে আমাদের নেতা-কর্মীরা প্রচারণা করার সময় সন্ত্রাসীরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে, উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। তারা নিজেরা পেট্রলবোমা মেরে আমাদের উপর দোষ চাপাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সরকারের সাথে জাতীয় ঐক্যফ্রন্ট কয়েক দফা সংলাপে বলা হয়েছিল মামলা, হামলা, গ্রেফতার বন্ধ, গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি দেওয়া। এবং সব দলের অংশগ্রহণে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ করা হবে, কিন্তু বর্তমানে সরকারি দল সব রকমের সুযোগ গ্রহণ করলেও আমাদের মাঠেও নামতে দিচ্ছে না। নির্বাচন কমিশনার ঘোষিত লেভেল প্লেয়িং ফিল্ড তো দূরের কথা আমি আমার দলীয় নেতা-কর্মীদের নিয়ে কোনো প্রকার গণসংযোগ, উঠান বৈঠক এমনকি ঘরোয়া বৈঠকও করতে পাচ্ছি না। প্রতিদিনই নেতা-কর্মীদের গ্রেফতার করছে, প্রতিটি নেতা-কর্মীদের ঘর-বাড়িতে গিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে।’

বিএনপি প্রার্থী ইসহাক কাদের চৌধুরী বলেন, ‘সরকার দলীয় ক্যাডাররা বিএনপি সমর্থিত লোকজনকে ভোটকেন্দ্র না যাওয়ার জন্য হুমকি-ধামকি দিচ্ছে। যার ফলে নির্বাচনী আমেজের পরিবর্তে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। পক্ষান্তরে অন্য প্রার্থীরা ব্যস্ততম মহাসড়কে যান চলাচল বন্ধ রেখে প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করে খোশ মেজাজে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা বিনয়ের সাথে বলতে চাই সমগ্র দেশ ও জাতি একটি অবাধ, নিরপেক্ষ, লেভেল প্লেয়িং ফিল্ড-এর নির্বাচন আশা করেন।’

সংবাদ সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার চৌধুরী নেলী, ইসহাক কাদের চৌধুরীর স্ত্রী শাহানা চৌধুরী, ইসহাক চৌধুরীর ছোট ভাইয়ের স্ত্রী নুর জাহান চৌধুরী।

প্রসঙ্গত বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে ১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বিএনপি প্রার্থীর প্রচারণার গাড়ি থেকে পেট্রলবোমা ও অস্ত্র উদ্ধারের দাবি করে পুলিশ।

আবু আজাদ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।