স্বেচ্ছাসেবকলীগের তিন কর্মীকে গণপিটুনি


প্রকাশিত: ১০:২৫ এএম, ২২ আগস্ট ২০১৫

বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগের তিন কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে চার তারকা হোটেল নাজ গার্ডেনের কর্মচারীরা। এই হোটেলের বার-এ মদপান করে মাতাল অবস্থায় এক নিরাপত্তা কর্মীকে ছুরিকাঘাত করায় তাদের গণপিটুনির দেয়া হয়।

শুক্রবার গভীর রাতে হোটেল নাজ গার্ডেনের গেটে এই ঘটনা ঘটে।

গণপিটুনীর শিকার স্বেচ্ছাসেবকলীগের তিন কর্মী হলেন, রাসেল (১৮), আমিনুর (২৪) ও সজিব (২৮)।  তারা ঘটনার পর নিজেদের স্বেচ্ছাসেবকলীগের কর্মী বলে পরিচয় দেয়।

হোটেল সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবকলীগের তিন কর্মী শুক্রবার রাতে নাজ গার্ডেনের বার-এ মদপান করতে যায়।  গভীর রাতে তারা বার থেকে বের হয়ে মাতাল অবস্থায় ফেরার পথে মোটরসাইকেল রাখা নিয়ে নিরাপত্তা কর্মীর সঙ্গে বাকবিতণ্ডা হয়।  এক পর্যায়ে তারা নিরাপত্তা কর্মী শফিকুলকে (৪০) ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকারে অন্যান্য কর্মচারীরা ছুটে এসে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তিনজনকে আটক করে শহিদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করে দেয়।

বগুড়া সদর থানা পুলিশের এসআই আসলাম আলী জানা তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

তবে এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুর রহমান দুলু জানান, উল্লেখিত নামে আমাদের কোনো কর্মী নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কেউ নাম ব্যবহার করতে পারে।

লিমন বাসার/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।