রাজশাহীর ভুয়া সাংবাদিক কারাগারে


প্রকাশিত: ১০:০০ এএম, ২২ আগস্ট ২০১৫

রাজশাহীতে কর্মরত সময় টিভির ভিডিওগ্রাফার পাপ্পুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেফতারকৃত আশিফ হোসেন নামে এক ভুয়া সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে আদালত। আশিক নগরীর হেতেমখাঁ এলাকার নজরুল হোসেনের ছেলে।

শনিবার দুপুরে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। এ সময় আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এ বিষয়ে সময় টিভির ভিডিওগ্রাফার হাবিবুর রহমান পাপ্পু জাগো নিউজ জানান, ১৮ আগস্ট পবা উপজেলার আবুল হোসেনের মিষ্টির কারখানায় গিয়ে আশিফ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় আশিক সময় টিভির সঙ্গে জড়িত বলে ভয় দেখায়। বিষয়টি আবুল হোসেন রাজশাহীস্থ সময় টিভির কার্যালয়ে গিয়ে তাকে জানায়।

এ বিষয়ে জানতে আশিফকে ফোন করা হয়। এ সময় তিনি দড়িখরবনা মোড়ে তার সঙ্গে দেখা করার কথা বলে। পরে তিনি বৃহস্পতিবার রাতে দেখা করার জন্য গেলে এ হামলা চালানো হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশিককে আটক করে।

বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জাগো নিউজকে জানান, আশিক দীর্ঘদিন থেকে ক্রাইম ওয়াচ ভিশন, নিউজ ফেয়ার ২৪.কম ও দুর্নীতির সন্ধানে অনলাইন ও পত্রিকার নামে নগরীতে চাঁদাবাজি করে আসছিলেন। তার কাছে এই চারটি প্রতিষ্ঠানের জেলা প্রতিনিধি পদ দিয়ে তৈরি করা ভিজিটিং কার্ড পাওয়া গেছে।

হামলার ঘটনায় সময় টিভির হাবিবুর রহমান পাপ্পু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেফতারকৃত আশিক ছাড়াও অজ্ঞাত আরো ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলায় চাঁদাবাজি, সাংবাদিকের নাম ভাঙানো ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।