যুবলীগ নেতার লাশ নিয়ে মিছিল, সড়ক অবরোধ
গাজীপুরের কালিয়াকৈরে যুবলীগ নেতা রফিকুল ইসলামের খুনিদের গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসী তার মরদেহ নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মিছিল করেছে। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় আধা ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়নাতদন্তের পর নিহতের মরদেহ দুপুরে কালিয়াকৈরের সাবেববাজার এলাকায় পৌঁছালে স্থানীয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মরদেহ নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মিছিল করতে থাকে।
এতে ওই মহসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নেতাকর্মীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে নেতাকর্মীরা কফিন নিয়ে মিছিল সহকারে পাশ্ববর্তী কালিয়াকৈর বাজার এলাকায় চলে যায়।
এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার রাতে দুইজনকে আটক ও একটি প্রাইভেটকার জব্দ করেছে। তবে আটকদের নাম জানা যায়নি।
নিহতের বড় ভাই মো. আব্দুল মোতালেব জানান, প্রকৃত খুনিদের দ্রুত গ্রেফতার করা হোক তানা হলে আরো বড় কর্মসূচি দেয়া হবে।
এদিকে উপজেলা যুবলীগ নেতা নিহতের প্রতিবাদে দুপুর পৌনে ১টার দিকে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বিক্ষুদ্ধরা ওই সভায় যোগ দেয়।
এতে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, কালিয়াকৈর উপজেলা যুবলীগ সভাপতি মো. হিরু মিয়া। বক্তারা রফিকুলের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, শুক্রবার বিকালে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা চলাকালে মঞ্চের কাছে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম নিহত হন।
শনিবার দুপুর ২ টায় গোলাম নবী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। স্থানীয় এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক, উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয়রা ওই জানাযায় অংশ নেন।
মো. আমিনুল ইসলাম/এসএস/আরআইপি