সবচেয়ে দামি জেনিফার লরেন্স


প্রকাশিত: ০৯:৩১ এএম, ২২ আগস্ট ২০১৫

হলিউডের নারী অভিনেত্রীদের পারিশ্রমিকের তালিকার শীর্ষে উঠে আসলেন অস্কার বিজয়ী জেনিফার লরেন্স। হাঙ্গার গেমস খ্যাত এই তারকা গত দুই বছর ধরেই এই তালিকার শীর্ষে অবস্থান করছেন।

যুক্তরাষ্ট্রের শীর্ষ ম্যাগাজিন ফোর্বসের এক জরিপে উঠে আসে এই তথ্য। জানা যায়,২০১৪ থেকে ২০১৫ সময়ে মোট ৫২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে এই তালিকার শীর্ষে আছেন জেনিফার। এছাড়াও ৩৫.৫মিলিয়ন ডলার আয় করে তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন লুসি খ্যাত অভিনেত্রি স্কার্লেট জোহান্সন। আর গত বছরের দ্বিতীয় স্থানে থাকা নেমে গেছেন ১৫তম অবস্থানে।

উল্লেখ্য, এই তালিকার অন্যান্যদের মধ্যে আছেন টোয়ালাইট তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট, ক্যামেরুন ডায়াজ, এমা স্টোনসহ আরো অনেকেই।

আরএএইচ/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।