বঙ্গবন্ধুর সমাধিতে নোবিপ্রবির শিক্ষকদের শ্রদ্ধা


প্রকাশিত: ০৯:১৪ এএম, ২২ আগস্ট ২০১৫
ফাইল ছবি

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার বেলা সাড়ে ১১ টায় উপাচার্য ড. এম অহিদুজ্জামানের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।  

পরে নেতৃবৃন্দ ১ মিনিট নিরবতা পালন, কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  প্রফেসর ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসার মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি ড.মো. জাহাঙ্গীর সরকার, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি তারেক মো. রাশেদ উদ্দিন, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রাধ্যাক্ষ ড. মো. ইউসুফ মিঞা, হযরত বিবি খাদিজা হলের প্রাধ্যাক্ষ মেহেদী মাহমুদুর হাসান, প্রক্টর ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া  বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী এসোসিয়েশন ও স্বাধীনতা কর্মকর্তা পরিষদের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসএম হুমায়ূন কবীর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।