আলোচনায় বসবে দুই কোরিয়া


প্রকাশিত: ০৮:১৫ এএম, ২২ আগস্ট ২০১৫

উত্তর ও দক্ষিণ কোরিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার পর দেশ দুটির উচ্চ পর্যায়ের নেতারা পরিস্থিতি সামাল দিতে একটি বৈঠকে বসবে বলে জানা গেছে। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। কোরীয় সীমান্তের পানমুনজম ট্রুস গ্রামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ইনচিওনে স্থানীয় সময় বিকেল ৩টা ৫২ মিনিটে রকেট হামলা চালায় উত্তর কোরিয়া। এর জবাবে বেশ কয়েকটি ১৫৫এমএম গোলাবর্ষণ করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এছাড়া সীমান্তে লাউডস্পিকারে ব্যাপক প্রচারণা শুরু করে দক্ষিণ কোরিয়া।

এরপর সিউলকে ৪৮ ঘণ্টার মধ্যে সীমান্তে লাউডস্পিকারে প্রচারণা বন্ধের আহ্বান জানায় উত্তর কোরিয়া।  দক্ষিণ কোরিয়া সীমান্তে প্রচারণা বন্ধ না করায় যুদ্ধেরও হুমকি দেয় দেশটি। উত্তরের হুমকির পর শনিবার ব্যাপক সতর্ক অবস্থা গ্রহণ করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। দেশটি সীমান্ত এলাকা থেকে অন্তত চার হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়েছে।এদিকে এর আগে জাতিসংঘ উভয় কোরিয়াকে যেকোনো ধরনের সংঘর্ষ এড়ানোর আহ্বান জানায়।



শনিবার সকালের দিকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে। এরপরই দেশ দুটি সীমান্ত এলাকায় আলোচনায় বসার কথা জানালো।

এর আগে ২০০৪ সালে সীমান্তে লাউডস্পিকারে প্রচারণা বন্ধে দুই কোরিয়া একটি চুক্তিতে পৌঁছে। কিন্তু সম্প্রতি হামলা পাল্টা-হামলার পর দক্ষিণ কোরিয়া সেই চুক্তি উপেক্ষা করেছে বলে দাবি উত্তরের।

এসঅাইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।