মদিনায় আরো এক বাংলাদেশি হজযাত্রীর ইন্তেকাল


প্রকাশিত: ০৭:৪১ এএম, ২২ আগস্ট ২০১৫

পবিত্র মক্কা মুকাররমায় মারা গেছেন আরো এক বাংলাদেশি হজযাত্রী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নাম শফিকুল ইসলাম (৬৫)। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লায়। পাসপোর্ট নম্বর বি ই০৬৫৫০৯৪। তিনি এ বছর খন্দকার ব্রাদার্স নেটওয়ার্ক নামে একটি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরব গিয়েছিলেন।

এর আগে পবিত্র মক্কায় তাওয়াফের সময় লিয়াকত আলী (৬১) নামে আরেক বাংলাদেশি হজযাত্রী মারা যান। এদিকে মদিনায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আম্বর আলী নামে আরো একজন বাংলাদেশি হজযাত্রী। পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত তিনজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। পবিত্র মদিনার জান্নাতুল বাকিতে নিহত আম্বর আলীকে দাফন করা হচ্ছে।

উল্লেখ্য, পবিত্র হজের উদ্দেশ্যে যাওয়া হজযাত্রীরা মারা গেলে তাঁদের মক্কা এবং মদিনাতেই দাফন করা হয়। তাদের লাশ দেশে ফেরত আনার বিধান নেই।

# মক্কায় প্রথম ফ্লাইটের এক হজযাত্রীর ইন্তেকাল


আরএম/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।