কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
কুমিল্লায় ডিবি পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধে আ. কাদের (৩৫) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ ৮ ডাকাত সদস্যকে আটক করে। শনিবার ভোর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার লাকসাম রোডের পেরুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আ. কাদের জেলার মনোহরগঞ্জ উপজেলার বড়নীকুন্ডু গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার লাকসাম রোডের পেরুল এলাকায় ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় খবর পেয়ে সড়কে টহলরত জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ ও এসআই সহিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সঙ্গে ডিবি পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ডাকাত আবদুল কাদের মারা যায়।
এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ আরো ৮ ডাকাতকে আটক করা হয়। আটকরা হলেন, নেয়ামত উল্লাহ, সহিদুল ইসলাম, নোমান মিয়া, শৌরভ, জাহাঙ্গীর, জামাল, জুয়েল ও বাবুল।
এ বিষয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ জানান, নিহত ডাকাত আবদুল কাদেরের বিরুদ্ধে লাকসাম ও মনোহরগঞ্জসহ বিভিন্ন থানায় অন্তত ৯টি ডাকাতির মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি এলজি, ১টি বিদেশি শর্টগান, ৩টি ছুরি এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
মো. কামাল উদ্দিন/এসএস/এমএস