বাণী-বচন : ২২ আগস্ট ২০১৫
প্রকৃতি
প্রকৃতির কিছু কিছু শাসন আছে যা আমাদের প্রত্যেকের মানতে হয়। - বেকন
মা-বাবাকে শ্রদ্ধা করা ভালোবাসা প্রকৃতির প্রথম আইন। - ভ্যালিরিয়াস ম্যাক্সিমিয়াস
যে প্রকৃতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তার চলার পথ শান্তিপূর্ণ হয়। - জন কেবল
প্রকৃতি যে দরজা খুলে দিয়েছে এছাড়া আর কোনো দরজা নেই জ্ঞান রাজ্যে পৌঁছবার। প্রকৃতির যে সত্য খুঁজে পাওয়া যায় এর বাইরে আর কোনো সত্য নেই। - লুথার বারব্যাংক
বচন
আহম্মক যে হয়,
পেছনে কথা কয়।
অর্থ : উচিত কথা কাজের সময় না বলে পরে বলা হলে এ কথা বোঝাতে বলা হয়।
এইচআর/এমএস