বাজারে আসছে তিন ক্যামেরার স্মার্টফোন


প্রকাশিত: ০৫:৩৩ এএম, ১৩ অক্টোবর ২০১৪

বাজারে আসছে এইচটিসির বহু প্রতীক্ষিত স্মার্টফোন এমএইট আই৷ সংস্থা সূত্রে জানা গিয়েছে চলতি মাসের ১৫ তারিখ থেকে এই ফোনটির প্রি-বুকিং শুরু হবে৷

নয়া এই স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েডের ৪.৪.২ কিনক্যাট ভার্সান৷পাঁচ ইঞ্চির এই ফোনটিতে রয়েছে ২.৫ গিগাহার্টজ কোয়াডকোর স্ন্যাপড্রাগন প্রসেসর, দু’জিবি র‌্যাম৷সংস্থার এক আধিকারিকের দাবি ফোনটির ডুয়াল ক্যামেরা খুব সহজেই মন কাড়বে গ্রাহকদের৷

নতুন এই ফোনটিতে রয়েছে দুটি চার মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সেকেন্ডারি ক্যামেরাটি পাঁচ মেগাপিক্সেলের৷ এছাড়া থাকছে অত্যাধুনিক ফ্ল্যাশের সুবিধা৷যার ফলে অন্ধকারেও ছবি তুলতে পারবেন গ্রাহকরা৷ ফোনটির ইনবিল্ট স্টোরেজ যথাক্রমে ১৬ ও ৩২ জিবি৷ এছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ান যাবে বলে জানা গিয়েছে৷মোবাইলটির ব্যাটারি ২৬০০ এমএএইচ৷যার ফলে দীর্ঘক্ষণ প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারবেন গ্রাহকেরা৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।