ইভিএমের আসনগুলোতে ভোটের আগেই স্মার্টকার্ড

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২২ ডিসেম্বর ২০১৮
ফাইল ছবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে সেসব আসনে স্মার্টকার্ড দেবে নির্বাচন কমিশন (ইসি)।

এবার প্রথমবারের মতো মোট ছয় আসনে ইভিএমের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। আসনগুলো হলো- ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচলক মোহাম্মদ মোশারফ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ছয় নির্বাচনী আসনের রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে এ ছয় আসনের ভোটারদের মধ্যে যারা স্মার্টকার্ড পাননি, অগ্রাধিকারভিত্তিতে তাদের কার্ড দেয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।