চবিতে শ্রমিককে পেটালো ছাত্রলীগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জাফর নামে এক শ্রমিককে পেটালো ছাত্রলীগের সাবেক সংস্কৃত বিষয়ক সম্পাদক মো. জমির উদ্দিন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুই নং গেটের উত্তর পাশে অবস্থিত বিশ্বশান্তি প্যাগোডা সংলগ্ন সড়কে রাস্তার উন্নয়ন কাজ চলছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রলীগ নেতা জমির উদ্দিন এ পথ দিয়ে আসার সময় শ্রমিক জাফরের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগ নেতা তাকে মারধর করে। এ ঘটনার পরে আবারো তার কর্মীরা ২নং গেইট এলাকায় গিয়ে ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা জমির উদ্দিন বলেন, মোটরসাইকেলে আসার সময় রাস্তায় কর্মরত এক শ্রমিক আমাদের বাধা দেয়। কিন্তু আমাদের আর কোন আসার পথ না থাকায় বাধ্য হয়ে এই পথ দিয়ে আসতে হয়। আমরা পার হওয়ার পর ওই শ্রমিক আমাদের সঙ্গে খারাপ আচরণ করে।
এ বিষয়ে জানতে চবি ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর টিপুকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী জানান, আমি বিষয়টি শুনেছি। এটি একটি ভুল বুঝাবুঝি ছিল। বিষয়টি উভয় পক্ষের সঙ্গে বসে সমাধান করা হবে।
মিজানুর রহমান/এআরএ/এমএস