হুমায়ুন রশীদের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮

সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর স্ত্রী মেহজাবিন রশীদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যাকাণ্ডের পর শত প্রতিকূলতার মাঝেই তাদের দুই বোনকে আশ্রয়দানসহ তার সার্বিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

এ দিকে এই মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমার লালমাটিয়ার বাসভবনে ছুটে যান। তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করেন। প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত সদস্যদের সমবেদনা জানান ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এইউএ/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।