বন্ধুরাই রকির দুই হাতের তালুতে গুলি করলো
যশোরে অপহরণের শিকার রাকিবুল ইসলাম রাকিব ওরফে রকি (২২) নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে র্যাব। শুক্রবার ভোরে ঝুমঝুমপুর এলাকা থেকে র্যাব সদস্যরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এর আগে সন্ত্রাসীরা তার হাতে গুলি করে ফেলে রেখে যায়। ঘটনার শিকার রাকিব শহরতলীর ঝুমঝুমপুর ঈদগাহ মোড় এলাকার আবদুর রশিদের ছেলে।
অপহৃত যুবককে উদ্ধারের ব্যাপারে শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিং করে র্যাব। র্যাব-৬ যশোর ক্যাম্পের উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার কাওসার হোসেন জানান, ১৯ আগস্ট রাতে অপহরণের শিকার হয় রাকিব। এরপর তারা শুক্রবার ভোরে তাকে ঝুমঝুমপুর এলাকার চান্দের মোড় থেকে উদ্ধার করেন। এসময় তার হাতে গুলিবিদ্ধ ছিল।
আর হাসপাতালে চিকিৎসাধীন রাকিব জানান, গত ১৯ আগস্ট তার বন্ধু ফয়সাল তাকে ডেকে আনে। পরে ফয়সাল ও তার কয়েক সহযোগী তাকে অপহরণ করে ঝুমঝুমপুরে ভৈরব নদের ধারে একটি বাড়িতে হাত-পা ও চোখ বেঁধে আটকে রেখে বেদম মারপিট করে। এছাড়া অপহরণকারীরা তার দুই হাতের পাতায় পিস্তল ঠেকিয়ে গুলি করেছে বলেও সে জানায়।
মিলন রহমান/ এমএএস/এমএস