সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত


প্রকাশিত: ১২:২২ পিএম, ২১ আগস্ট ২০১৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় সৌদি আরবের আল কাসিম বোরাইদা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামের খোরশেদ আলম (৩০) এবং সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঢালীর ঘাট এলাকার আব্দুল মালেক হাওলাদার।  



জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে কাজে যোগ দেয়ার জন্য বের হন নিমার্ণ শ্রমিক খোরশেদ ও মালেক। পথিমধ্যে সৌদি আরবের আল কাসিম বোরাইদা নামক স্থানে দুর্ঘটনার শিকার হন। এ সময় ঘটনা স্থলেই তাদের মৃত্যু হয়।    

নিহত খোরশেদ আলম ২০০৪ সালে এবং আব্দুল মালেক হাওলাদার ১৯৯৪ সালে সৌদি আরবে যান। এ ঘটনায় নিহতের পরিবারে এখন চলছে শোকের মাতম। পরিবারের স্বজনদের আহাজারিতে এলাকার আশপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে। পরিবারের দাবি মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়। আর এজন্য তারা সরকারের সহযোগিতা কামনা করেন।

ইকরাম চেীধুরী/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।