রক্তদাতাদের প্রধান বিচারপতির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮

২০ কেজি ওজনের কেক কেটে সুপ্রিম কোর্ট দিবসের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, রক্তদানের মতো মহৎ কাজ আর হতে পারে না। এখানে যারা রক্তদান করছেন তারা স্মরণীয় হয়ে থাকবেন। একইসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আয়োজিত এই কেক কাটার কর্মসূচিও স্মরণীয় হয়ে থাকবে। রক্তদাতাদের অভিনন্দন জানান প্রধান বিচারপতি।

আইনজীবী সমিতির সহ-সম্পাদক কাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় ও সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান। এ ছাড়া হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের সংবিধান অনুযায়ী ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ২৫ অক্টোবর প্রতিবছরের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয় কোর্ট প্রশাসন। প্রতিবছর দিবসটি উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে থাকে।

এফএইচ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।