শিশু একাডেমি স্থানান্তরের আদেশ প্রত্যাহারের দাবি


প্রকাশিত: ০৮:১৮ এএম, ২১ আগস্ট ২০১৫

শিশু একাডেমির বর্তমান স্থানটি ছেড়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধান করেছে শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশু ও অভিভাবক বৃন্দ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে শিশু একাডেমির প্রশিক্ষণার্থী ও শিশু সংগঠন সমূহ আয়োজিত মানববন্ধনে শিশু ও অভিভাবকরা এ দাবি জানায়।

অভিভাবকদের প্রতিনিধি রোকেয়া হোসেন বলেন, সুপ্রীম কোর্ট নির্দেশ দিয়েছেন শিশু একাডেমির বর্তমান স্থানটি ছেড়ে দেওয়ার জন্য। সুপ্রীম কোর্টের আদেশ শিশুদের এই সুন্দর বিচরণক্ষেত্র থেকে বঞ্চিত করবে।
 
রাজিয়া সুলতানা বলেন, শিশু কিশোরদের সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে সংস্কৃতি চর্চার সুযোগ অবারিত রাখার জন্য এই স্থানের বিকল্প নেই। কারণ শিশুদের মনের বিকাশের আদলে গড়া হয়েছে একাডেমির বিশাল অবকাঠামো। কোমলমতি শিশু-কিশোরদের বিষটি স্পর্শকাতর ও মানবিক বিবেচনায় শিশু একাডেমির অনুকূলে দান করা হোক।

মানববন্ধনে শিশুরাসহ অভিভাবকদের পক্ষ থেক উপস্থিত ছিলেন, এলিজা হায়দার, খালেদা আক্তার, সেলিনা আক্তার, অর্পিতা চক্রবর্তী প্রমুখ।

আএসএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।