তিন গোল খেয়ে চার গোল
উয়েফা ইউরোপা লিগের প্লে অফ ম্যাচে শুক্রবার রাতে হয়ে গেল দুর্দান্ত এক ম্যাচ। মাত্র ২২ মিনিটেই তিন গোল খেয়ে পিছিয়ে পড়ে জার্মান জায়ান্ট বুরুশিয়া ডর্টমুন্ড। আর তারপর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় তারা। চার গোল করে ম্যাচ জিতে নেয় জার্মান এই ক্লাবটি।
শুক্রবার রাতে নরওয়ের স্কাগেরাক অ্যারেনায় স্বাগতিক ক্লাব অড গ্রেনল্যান্ডের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে বুরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচের মাত্র ১৩ সেকেন্ডেই দুর্দান্ত হেডে ডর্টমুন্ডের জালে বল জড়ান জনি স্যামুয়েলেসেন। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেড্রেক নর্ডভেলে। ২২ মিনিটে দারুণ ফ্রিকিক থেকে গোল পান এস্পান রুড। তখন খেলা দেখে মনে হচ্ছিল এক পেশে এই ম্যাচে সহজেই জিততে যাচ্ছে স্বাগতিক দল।
এরপরই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ৩৪ মিনিটে গুন্ডগানের শট গোলরক্ষক গ্রিপ না করতে পারায় ফাঁকায় বল পেয়ে যান পেইরে-এমেরিক আইউবামেয়াং। আলতো টোকায় ব্যবধান কমান আইউবামেয়াং। ৩-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ডর্টমুন্ড।
দ্বিতীয়ার্ধে শুরুতেই ব্যবধান আরও কমান জাপানিজ স্ট্রাইকার শিনজি কাগাওয়া। আর ৭৪ মিনিটে ম্যাচে ব্যাক্তিগত দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান আইউবামেয়াং।
ম্যাচ শেষ হবার ছয় মিনিট আগে হেরখি মুখিতারিয়ান দারুণ এক গোল করে ডর্টমুন্টের অবিশ্বাস্য জয় নিশ্চিত করেন। শিনজি কাগাওয়ার কাছ থেকে পেয়ে দুর্দান্ত হেডে বল জালে জড়ান এই মিডফিল্ডার।
উল্লেখ্য, নতুন কোচ টমাস টাচেলের অধীনে প্রথম তিন ম্যাচে কোনো গোল খায় নি বরুসিয়া ডর্টমুন্ড। কিন্তু উয়েফা ইউরোপা লিগের প্লে অফে নরওয়ের ক্লাব অড গ্রেনল্যান্ডের বিপক্ষে মাত্র ২২ মিনিটের মধ্যে হজম করতে হয় ৩ গোল। আগামী বৃহস্পতিবার নিজেদের মাঠে ফিরতি লেগের ম্যাচ খেলতে নামবে বুরুশিয়া ডর্টমুন্ড।
আরটি/এসকেডি/পিআর