কদমতলী স্টিল মিলে গলিত লোহায় ৮ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮

রাজধানীর শ্যামপুর বালুর মাঠ এলাকায় ‘কদমতলী স্টিল মিলে’ কাজ করার সময় গলিত লোহার গালা শরীরে পড়ে ৮ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধকৃতরা হলেন- আফসার (৩৫), আলামিন (২৫) মান্নান (২৮), শাহ আলম (৩৫), আব্দুল আজিজ (৩৫), জাহাঙ্গীর আলম (৩৫), লাবু (২৫) ও আব্দুল লতিফ (৩০)।

আহতদের সহকর্মী রাজু জানান, সন্ধ্যা ৭টার দিকে স্টিল মিলে হঠাৎ লোহার গালা সবার শরীরে ঢেলে পড়ে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, দগ্ধরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।