লালমনিরহাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ২১ আগস্ট ২০১৫

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে হাতীবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউিনয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে পাটগ্রাম ও হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাটগ্রাম থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী সীমান্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গর্তে পড়ে যায়। এতে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম ও হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করেন।



আহতদের মধ্যে রয়েছন, পাটগ্রাম উপজেলার ফারুক (৩৫), তার স্ত্রী ও ছেলে, আমিরন (৩৫) ছামিরন (৩০) উপজেলার বাউড়া এলাকার আঞ্জুয়ারা (৩২), বাপ্পী (২৮), মিতুসহ (২২), শিরিন (১৭) হামিদা (১৭) প্রায় ২০ জন আহত হন।

হাতীবান্ধা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম মিয়া ঘটনার সত্যতা নিশ্চত করে জাগো নিউজকে বলেন, নিহতের খবর পাওয়া যায়নি। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

রবিউল হাসান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।