বিশ্বের সেরা পর্যটন কেন্দ্রের তালিকায় তাজমহল


প্রকাশিত: ০৪:৫০ এএম, ২১ আগস্ট ২০১৫

বিশ্বের সেরা পাঁচ পর্যটন কেন্দ্রের তালিকায় স্থান পেয়েছে ভারতের তাজমহল। লোনলি প্ল্যানেটের আলটিমেট ট্র্যাভেলিস্টের প্রকাশিত তালিকায় পঞ্চম স্থানে রয়েছে মুঘল সম্রাট শাহজাহানের আমলে তৈরি এই স্মৃতি সৌধটি।

ইসলামিক ধাঁচে তৈরি শ্বেত পাথরের মধ্যে দামি পাথর খচিত স্মৃতি সৌধে প্রতিবছর আসেন দেশ, বিদেশের হাজার হাজার পর্যটক। যমুনার বুকে দাঁড়িয়ে থাকা এই স্মৃতিসৌধ ভারতের সবথেকে সুন্দর নির্মাণ।


এই তালিকায় প্রথম স্থানে রয়েছে উত্তর কাম্বোডিয়ার অঙ্কোরভাট মন্দির। ১,০০০টি মন্দির, গম্বুজের সমাবেশে প্রতিবছর পায়ের ধুলো পড়ে দেশ, বিদেশের ২০ লাখ পর্যটকের। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আঙ্কোরভাট।


দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ।


পেরুর মাচু পিচ্চু প্রদেশের ইনকা শহর রয়েছে তৃতীয় স্থানে।


চতুর্থ স্থানে রয়েছে চীনের প্রাচীর।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।