বাণী-বচন : ২১ আগস্ট ২০১৫


প্রকাশিত: ০২:১০ এএম, ২১ আগস্ট ২০১৫

বাণী
পোশাক
ভালো পোশাক সকল দ্বার উন্মুক্ত করে। -টমাস ফুলার

পোশাক পরিচ্ছদ হচ্ছে মানুষের মনের দর্পণ। -জুলিয়াস

খাওয়া নিজের মুখের পছন্দের জন্য; কিন্তু কাপড় পরাটা অন্যের তুষ্টির জন্য।-ফ্রাঙ্কলিন

যে ব্যক্তির বেশভূষার মধ্যে শৃঙ্খলা নেই, সে মানসিকভাবে অসুস্থ। -বেন জনসন

সুন্দর পরিচ্ছদ ভালো এই অর্থে যে, তা অন্য কিছু হতে অর্জিত সম্মান লাভের অভাব পূর্ণ করে। -স্যামুয়েল জনসন

বচন
গেল যে গঙ্গার হাটি
আছে যে লোহার কাঠি।

অর্থ : যা হারিয়ে যায় তার গুণের শেষ নেই, আর যা আছে তার দোষ খোঁজাই অনেকের স্বভাব- এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।