নতুন ভূখণ্ডে ডিজিটাল সাব সেন্টার
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ১১৯ নম্বর বাঁশকাটা নতুন ভূখণ্ডে সদ্য মুক্তি পাওয়া নতুন বাংলার পিছিয়ে পড়া লোকজনকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে ইউনিয়ন ডিজিটাল সাব সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির মধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার সদ্য মুক্তি পাওয়া মানুষের জন্য ডিজিটাল সাব সেন্টার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যন রুহুল আমীন বাবুল। উপস্থিত ছিলেন আফতাবী বকুল, নজরুল ইসলাম, রেজাই করিম প্রমুখ।
জেলার ৫৯টি নতুন ভূখণ্ডের মধ্যে পাটগ্রাম উপজেলার ১১৯ নম্বর বাঁশকাটায় প্রথম ইউনিয়ন ডিজিটাল সাব সেন্টার উদ্বোধন হলো। ইউনিয়ন ডিজিটাল সাব সেন্টার থেকে শিশু, নারী, পুরুষ তথ্যসেবা পাবেন বলে বক্তরা বলেন।
রবিউল হাসান/বিএ