ফের ড. কামালের সমালোচনায় প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮

গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের ফের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াতের সঙ্গে জোট করায় এর আগেও ড. কামাল হোসেনের সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘খামোশ বললেই জনগণ চুপ হবে না।’

শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান গেটে সাংবাদিকদের সঙ্গে ড. কামালের বাগবিতণ্ডার জেরে এমন মন্তব্য করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘কামাল-মান্না-কাদের সিদ্দিকীসহ ঐক্যফ্রন্ট নেতারা কীভাবে বিএনপির সঙ্গে, অপরাধীদের সঙ্গে, দুর্নীতিবাজদের সঙ্গে হাত মিলিয়েছে!’

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী, তাদের স্বজন, দুর্নীতিবাজদের স্বজনদের ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। জনগণকে এদের বিষয়ে সচেতন হতে বলব। এ অপরাধীরা যেন ভোট না পায়।’

এএসএস/এনডিএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।