ইসরাইলের গুপ্তচর ডলফিন আটক
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তাদের সাগরতলের নিয়োজিত সেনারা গাজা উপকূল থেকে একটি ডলফিন আটক করেছে যেটি ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তিতে জড়িত ছিল। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডলফিনটির শরীরে নজরদারির ডিভাইস সুসজ্জিত ছিল বলে দাবি করেছে হামাস কর্মকর্তারা। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগে হামাসের নৌ কমান্ডোরা ডলফিনটি সনাক্ত করতে সক্ষম হয়।
বিজ্ঞানীদের বিশ্বাস, প্রাণিদের মধ্যে ডলফিনই সবচেয়ে চালাক। ডলফিন এতোটাই অগ্রগামী যে কয়েকটি দেশ সামরিক কাজে এটিকে ব্যবহার করছে।
ইসরাইলি নৌবাহিনীর ডলফিন শ্রেণির একটি সাবমেরিন বহর রয়েছে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন প্রাণির সাহায্যে গুরপ্তরবৃত্তির অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে নতুন নয়। এর আগে ইসরাইলের বিরুদ্ধে পাখি দিয়ে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ আনে তুরস্ক। ২০১২ সালে সুদান একটি ঈগল আটক করে এবং দাবি করে, এটি মোসাদের গুপ্তচর হিসেবে কাজ করছিল।
দুই বছর আগে মিশরীয় এক কর্মকর্তা মন্তব্য করেছিলেন, লোহিত সাগরের পর্যটন এলাকায় একাধিক হামলা চালিয়েছে ইসরাইল নিয়ন্ত্রিত হাঙ্গর। তবে ডলফিন দিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ এবারই প্রথম।
এসআইএস/পিআর