এনপিপির নির্বাচনী ইশতেহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১১ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করেন দলটির মহাসচিব মো. আব্দুল হাই মণ্ডল।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এনপিপি মনোনীত ও এনডিএফ সমর্থিত ৯১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৮১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে এনপিপি ও এর নেতৃত্বাধীন জোট এনডিএফ দুটি প্রধান লক্ষ্য অর্জনের জন্য নির্বাচনে অংশগ্রহণ করছে। প্রথম উদ্দেশ্য হলো, মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার সংগ্রামকে বেগবান করা এবং দ্বিতীয় উদ্দেশ্য হলো সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনে সরকারি প্রভাব বিস্তারের ন্যূনতম প্রচেষ্টাকে মোকাবেলা করা।

আমরা বিশ্বাস করি সবার সক্রিয় অংশগ্রহণ পারে নির্বাচনে ষড়যন্ত্রকারীদের প্রভাব বিস্তারকে রুখে দিতে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনী ইশতেহার পাঠ শেষে দলটির মহাসচিব ৮১ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ আবদুল কালাম, দপ্তর সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ।

এএস/এনডিএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।