বিগত অর্থবছরে প্রকল্প বাস্তবায়নের হার ৯১ শতাংশ


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২০ আগস্ট ২০১৫

বিগত ২০১৪-১৫ অর্থবছরে ১০টি মন্ত্রণালয়ের অধীনে ৬৯১টি প্রকল্প হাতে নেয়া হয়েছিলো। এসব প্রকল্পের জন্য বরাদ্দ ছিলো ৫৫ হাজার ৩৩৬ কোটি টাকা। যা মোট বরাদ্দের প্রায় ৭১ শতাংশ এবং বিদায়ী অর্থবছরে প্রকল্প বাস্তবায়নের হার ৯১ শতাংশ।

জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় তুলে  ধরা হয়।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মো. আব্দুল হাই, মো. তাজুল ইসলাম, সামশুল হক চৌধুরী প্রমুখ।

বৈঠকে জানানো হয়, ২০১৪-২০১৫ অর্থবছরে মোট এডিপি বরাদ্দ ৩০ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে ১০টি মন্ত্রণালয় বা বিভাগের অনুকূলে (৬৯১টি প্রকল্প) বরাদ্দ রয়েছে ৫৫ হাজার ৩৩৬ কোটি টাকা, যা মোট বরাদ্দের প্রায় ৭১ শতাংশ।

বৈঠকে উত্থাপিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিবিএস প্রোডাক্টিভিটি অ্যাসেসমেন্ট সার্ভে অব ডিফারেন্ট অ্যাগ্রিকালচারাল ক্রপস কর্মসূচি, আদমশুমারি ও গৃহগণনা ২০১১ প্রকল্প, বস্তি শুমারি ও ভাসমান লোকগণনা-২০১৪ কর্মসূচি, নিউট্রিশনাল সার্ভিলেন্স কম্পোনেন্ট প্রকল্প সম্পন্ন করা হয়েছে।

এছাড়া বিবিএসের অর্থনৈতিক শুমারি ২০১৩ প্রকল্প, স্ট্রেনদেনিং ক্যাপাসিটি অব বিবিএস ইন পপুলেশন অ্যান্ড ডেমোগ্রাফিক ডাটা কালেকশন ইউজিং জিআইএস প্রোজেক্ট, জনজীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব কর্মসূচি ২০১৩-১৬ এবং জাতীয় আয়ে বিনিয়োগ প্রাক্কলন উন্নয়ন কর্মসূচি চলমান রয়েছে।

এইচএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।