মেট্রোরেল ডিপোতে ফায়ার মহড়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮

মেট্রোরেল প্রকল্পের নিরাপত্তায় মেট্রোরেল ডিপোতে ফায়ার মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় রাজধানীর উত্তরায় দিয়াবাড়িস্থ মেট্রোরেল ডিপোতে উত্তরা ফায়ার স্টেশনের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল প্রকল্পের ডিপোতে অগ্নিনির্বাপন, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং ভূমিকম্প বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

তিনি বলেন, এরপর উত্তরা ফায়ার স্টেশনের উদ্যেগে ফায়ার মহড়া অনুষ্ঠিত হয়। যাতে মেট্রোরেল প্রকল্পের ডিপোতে কর্মরত দেশি-বিদেশি কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা এ ধরনের দুর্ঘটনা নিজেরা মোকাবেলা করতে পারে। মূলত তাদেরকে সচেতন করার জন্য উত্তরা ফায়ার স্টেশনের উদ্যোগে এ ধরনের মহড়ার আয়োজন করা হয়।

jagonews

মহড়ায় মেট্রোরেল ডিপো প্রকল্পের আবাসিক ইঞ্জিনিয়ার পংকজ বিশ্ববাস, সেফটি ম্যানেজার হান পং তুং সারো, সেফটি অফিসার মো. মকবুল চৌধুরীসসহ ইঞ্জিনিয়ার ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

জেইউ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।